Logo
Logo
×

সারাদেশ

সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেল পাবে সরকারি স্বীকৃতি : পরিবেশ উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫৯ পিএম

সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেল পাবে সরকারি স্বীকৃতি : পরিবেশ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ পরিবেশ উপহার দিতে হলে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি জানান, দেশে যে হোটেল সর্বপ্রথম সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করে নিজেদের পরিবেশবান্ধব ঘোষণা করবে, সরকার সেই হোটেলকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করে স্বীকৃতি দেবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হোটেল মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “পলিথিন দেখতে সস্তা হলেও এর পরিবেশগত খরচ অনেক বেশি—মানুষ আক্রান্ত হচ্ছে ক্যানসারের মতো কঠিন রোগে। আমাদের সন্তানদের জন্য নির্মল বাতাস নিশ্চিত করতে হলে পলিথিন ও অন্যান্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করা ছাড়া কোনো বিকল্প নেই।” তিনি পরিবেশবান্ধব বিকল্প হিসেবে পাট বা চটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন।

সভায় উপদেষ্টা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকাগুলোতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। তিনি জেলা প্রশাসককে এসব নিষিদ্ধ পণ্য ব্যবহার রোধে কার্যকর মনিটরিং চালানোর নির্দেশ দেন এবং এ বিষয়ে একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান।

তিনি বলেন, “পর্যটন খাত আমাদের অর্থনীতির অন্যতম স্তম্ভ হলেও, পরিবেশ সুরক্ষায় কোনো ছাড় দেওয়া যাবে না। প্লাস্টিক দূষণ শুধু প্রকৃতিকে নয়, পর্যটনের টেকসই ভবিষ্যতকেও হুমকির মুখে ফেলছে।”

সভায় সমুদ্র সৈকত ও আশেপাশের এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন উপদেষ্টা এবং হোটেল মালিকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন, পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ, সরকারি বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হোটেল মালিকদের প্রতিনিধি এবং বেসরকারি সংস্থার সদস্যরা।

সভায় পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন প্লাস্টিক দূষণ এবং এর নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে কক্সবাজারের অন্তত ৫০০ হোটেল ও ৩০০ রেস্তোরাঁয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধের উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

হোটেল মালিকগণও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার হ্রাসে প্রশাসনের পরিকল্পনায় অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন