Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে জখম করল ছেলে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:১৭ এএম

কুমিল্লায় নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে জখম করল ছেলে

অভিযুক্ত মো. ইমন

কুমিল্লার দেবিদ্বারে মাদকাসক্ত এক যুবক নেশার টাকার জন্য নিজের মায়ের ওপর বর্বোরোচিত হামলা চালিয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার সুবিল ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. ইমন (২৫) তার মাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

ইমন ওই গ্রামের রুহুল আমিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাতে ইমন তার মায়ের কাছে মাদক সেবনের জন্য দুই হাজার টাকা দাবি করেন। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ইমন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে তাকে। মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ইমন আরও উগ্র হয়ে ওঠে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মো. ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে বলেন, “মায়ের অভিযোগের ভিত্তিতে ইমনকে আটক করে থানায় আনা হয় এবং পরদিন তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

আহত মা বর্তমানে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, মাদকের ভয়াবহতা পরিবারকে কোথায় নিয়ে যেতে পারে, এই ঘটনা তারই একটি করুণ উদাহরণ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন