Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে বিশেষ অভিযানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ৩১ জন গ্রেপ্তার

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম

কুড়িগ্রামে বিশেষ অভিযানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ৩১ জন গ্রেপ্তার

কুড়িগ্রামের বিভিন্ন থানায় গ্রেপ্তার আওয়ামী লীগের নেতা কর্মীদের একাংশ।

কুড়িগ্রামে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তারা বিভিন্ন মামলার আসামি বলে জানা গেছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত নাশকতাবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সদর থানা এলাকা থেকে সাতজন, ফুলবাড়ি থানায় চারজন, ভূরুঙ্গামারী থানায় পাঁচজন, উলিপুর থানায় তিনজনকে আটক করা হয়। এছাড়া চিলমারী, রাজিবপুর, ঢুষমারা, রাজারহাট ও কচাকাটা থানা এলাকা দুজন করে এবং নাগেশ্বরী ও রৌমারী থানা থেকে একজন করে আটক করা হয়েছে।

ওসি বজলার রহমান বলেন, আটক হওয়া ৩১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন