Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামের হিজড়া খালে নিখোঁজ সেই শিশুর মরদেহ উদ্ধার

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:২৯ পিএম

চট্টগ্রামের হিজড়া খালে নিখোঁজ সেই শিশুর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকায় হিজড়া খালে তলিয়ে যাওয়া ছয় মাস বয়সী শিশু চেহরিসের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৯ এপ্রিল) সকালে নগরের আসাদগঞ্জের চামড়া গুদাম মোড়ের পাশের চাক্তাই খাল থেকে মরদেহটি উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরি দল।

নৌবাহিনীর ডুবুরি টিমের প্রধান লেফটেন্যান্ট বেলাল হোছাইন জানান, উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। চেহরিসের বাবার নাম মো. শহীদ এবং মায়ের নাম সালমা বেগম।

শুক্রবার রাত ৮টার দিকে একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে হিজড়া খালে পড়ে যায়। রিকশায় থাকা শিশুর মা ও নানি পানি থেকে উঠতে পারলেও চেহরিস পানিতে তলিয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে অভিযানে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মীরাও। তবে রাতভর চেষ্টার পরও শিশুর খোঁজ মেলেনি।

স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, যে জায়গা থেকে শিশুটি নিখোঁজ হয়েছিল, সেখান থেকে মরদেহ উদ্ধারের স্থান প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে।

চট্টগ্রামে খোলা নালা ও খালে পড়ে প্রাণহানির ঘটনা নতুন নয়। এর আগে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মুরাদপুর, আগ্রাবাদ, ষোলশহর ও গোসাইলডাঙ্গা এলাকায় একাধিক শিশু, তরুণ ও বৃদ্ধ এভাবে খাল ও নালায় পড়ে প্রাণ হারিয়েছে। প্রতিটি ঘটনার পর জনমনে ক্ষোভ সৃষ্টি হলেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। খোলা নালা-খালগুলো বর্ষাকালে মরণফাঁদে পরিণত হয়, যা নগরবাসীর নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন