Logo
Logo
×

সারাদেশ

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:২৬ এএম

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জমগ্রাম ডাঙাটারি সীমান্ত থেকে আজিনুর ইসলাম (২৪) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

আটক যুবক আজিনুর ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টাঙাটারি এলাকার নূর হোসেনের ছেলে।

সীমান্ত ও বিজিবি সূত্রে জানা গেছে, আজিনুর স্থানীয় ভুট্টাক্ষেত পেরিয়ে ভারতের কোচবিহার জেলার ধাপড়া থানার ঝোংপাড়া এলাকায় অনুপ্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, তিনি সীমান্ত দিয়ে গরু আনার চেষ্টা করছিলেন। এ সময় ভারতের সরস্বতী বিএসএফ ক্যাম্পের ৩০ নম্বর ব্যাটালিয়নের টহল দল স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে।

ঘটনার খবর পাওয়ার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের ডাঙাটারি ক্যাম্প থেকে পতাকা বৈঠকের প্রস্তাব জানানো হয়। বিএসএফ জানায়, তারা শনিবার (১৯ এপ্রিল) সকালে কোম্পানি পর্যায়ের বৈঠকে বসবে।

বাউরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল ইসলাম বলেন, “আজিনুর চোরাকারবারি নয়, সে নিরীহ যুবক। তাকে ভুল বোঝাবুঝিতে বিএসএফ নিয়ে গেছে।”

এ বিষয়ে বিজিবি-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন, “আজিনুর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেছিল। স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। বিএসএফ জানিয়েছে, তাদের কাছে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন প্রমাণ রয়েছে।”

তিনি আরও জানান, বর্তমানে আজিনুর ইসলাম ও একটি গরু বিএসএফের বিআরবি কোম্পানি সদর ক্যাম্পে রয়েছে। পতাকা বৈঠকে তাকে ফেরত আনার চেষ্টা চলছে। বিজিবি ভারতীয় বাহিনীকে অনুরোধ জানিয়েছে, যেন আটককৃত যুবকের সঙ্গে কোনো ধরনের অমানবিক আচরণ না করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন