Logo
Logo
×

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পরিবর্তে গ্রেপ্তার হলেন এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:২৮ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পরিবর্তে গ্রেপ্তার হলেন এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রায়হানকে না পেয়ে তার এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই সাকিবকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। বুধবার (১৬ এপ্রিল) রাতে ভুলতা ইউনিয়নের ভুলতা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার সাকিব ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের আলোচিত সদস্য রায়হানের ভাই। সাকিব বর্তমানে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

ভুক্তভোগী বাবা মনজুর হোসেন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার বড় ছেলে রায়হান রাজনীতির সঙ্গে জড়িত হলেও, ছোট ছেলে সাকিব কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে নেই। পুলিশ রায়হানকে না পেয়ে সাকিবকে তুলে নিয়ে গেছে। এরপর তাকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ বিরোধিতাকারী হিসেবে দায়ী করে মামলায় জড়িয়ে আদালতে পাঠানো হয়েছে। ছেলেটার জীবন তো শুরুই হয়নি, এখনই শেষ করে দিচ্ছে তারা।”

রায়হান বলেন, “আমি যদি অপরাধ করে থাকি তাহলে দায় আমার, আমার পরিবার বা ভাই কেন ভোগ করবে? সাকিব একজন সাধারণ ছাত্র, সে প্রতিদিন পরীক্ষা দিচ্ছে। ওকে এভাবে ফাঁসানো খুবই অন্যায়।”

তবে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, “সাকিবের বিরুদ্ধে মামলা রয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তাদের একটি গোপন বৈঠকের খবরও পাওয়া গেছে, যেখানে রূপগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছিল। এসব কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে এসএসসি পরীক্ষার্থী কি না, তা আমার জানা নেই।”

পুলিশের এমন পদক্ষেপে স্থানীয়ভাবে নানা প্রশ্ন উঠেছে, বিশেষ করে একজন পরীক্ষার্থীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ ও শিক্ষাপ্রেমীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন