Logo
Logo
×

সারাদেশ

আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পিএম

আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা

ছবি : কক্সবাজারে সদ্ধর্মদেশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, "আমরা ধর্মচর্চা ও অনুশীলন করবো, কিন্তু বিদ্বেষ পোষণ করবো না। মসজিদ, মন্দির, শ্মশানের জমি যারা দখল করে রেখেছে, তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যোগাযোগ করলে জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।"

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কক্সবাজারের উখিয়ার রত্নাপালং উত্তর ভালুকিয়া এলাকায় একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, "বৌদ্ধ ধর্মের অনুসারীরা ঢাকায় মারা গেলে সৎকার বা অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করতে পারতেন না। আমরা দায়িত্ব নেওয়ার পর জমির ব্যবস্থা করে শ্মশান তৈরি করেছি। এছাড়া, যেখানে যাচ্ছি, প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে সাধ্যমতো অনুদান দিচ্ছি।"

একইদিন দুপুরে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে তিনি বলেন, "এ দেশ সকলের। আমরা মিলেমিশে একটি সুন্দর ও কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলবো, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না।"

বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠানের দিন সকালে অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিজন কান্তি সরকার, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীসহ বিভিন্ন পদস্থ নেতৃবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন