Logo
Logo
×

সারাদেশ

ছাত্রদলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর দুই দফা হামলার অভিযোগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০১:২১ এএম

ছাত্রদলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর দুই দফা হামলার অভিযোগ

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর দুই দফা হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে প্রথম দফা হামলার ঘটনা ঘটে কলেজ চত্বরে, আর দ্বিতীয় দফায় হামলা চালানো হয় সন্ধ্যায় আকবরশাহ থানার সামনে।

সূত্রমতে, কলেজ পরিচালনা কমিটির কিছু সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্য এক নারী শিক্ষককে কলেজে আসতে নিষেধ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা অবস্থান নিলে ছাত্রদলের কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পরে শিক্ষার্থীরা মামলা করতে থানায় গেলে সেখানেও তাদের উপর হামলা চালানো হয় বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

আহতের মধ্যে রয়েছেন এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার নেতা সাইফ, যাকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জুলেখা বেগম পরিচালনা কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মো. সিরাজ উদ্দিনের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করলে, তাকে কলেজে আসতে বাধা দেওয়া হয় এবং চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে সৃষ্ট হয় উত্তেজনা, যা দিনভর চলতে থাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যায় তারা থানায় মামলা করতে গেলে ছাত্রদল আবারও মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালায় এবং এখনো থানার সামনে থেকে হুমকি দিচ্ছে। সংগঠনের মহানগর যুগ্ম আহ্বায়ক আশিক বলেন, “আমরা শান্তিপূর্ণ সমাধানের আশায় থানায় এসেছিলাম, কিন্তু এখানেও আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এখন আমরা থানার ভেতরেই নিরাপত্তাহীনতায় অবস্থান করছি।”

অন্যদিকে কলেজ পরিচালনা কমিটির সদস্য সিরাজ উদ্দিন এ অভিযোগ অস্বীকার করে বলেন, “সব অভিযোগ ভিত্তিহীন। আমার এসব কিছু করার ক্ষমতাও নেই। কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”

এ বিষয়ে জানতে কলেজ অধ্যক্ষ মো. আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। আকবরশাহ থানার ওসির মোবাইলও বন্ধ পাওয়া যায়। নগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বলেন, এ বিষয়ে বিস্তারিত জানতে থানার ওসির সঙ্গে যোগাযোগ করতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন