Logo
Logo
×

সারাদেশ

জুলাই শহীদ ২১ পরিবারকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৪২ লাখ টাকা অনুদান

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:০৩ এএম

জুলাই শহীদ ২১ পরিবারকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৪২ লাখ টাকা অনুদান

ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া নারায়ণগঞ্জ জেলার ২১ জন বীরের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের হাতে দুই লাখ টাকা করে অনুদানের চেক হস্তান্তর করেন সারাদেশে মানবিক ডিসি হিসেবে পরিচিত পাওয়া এই জেলা প্রশাসক। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগম।

প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম বলেন, যে মা সন্তান হারিয়েছেন, যে বোন ভাই হারিয়েছেন, তাদের হৃদয়ের ক্ষত কোনো আয়োজনে পূরণ করা সম্ভব নয়। তবে তারা যে স্বপ্ন নিয়ে আন্দোলনে নেমেছিলেন, যদি আমরা সে স্বপ্নের দেশ গড়ে তুলতে পারি, তাহলেই তাদের ত্যাগ সার্থক হবে। তাদের রক্তই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।' 

অনুষ্ঠানে শহীদ পরিবারদের পক্ষে মাদ্রাসার ছাত্র শহীদ আদিলের পিতা আবুল কালাম আজাদ গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের বিপদে আপদে পাশে সর্বদাই আন্তরিকতার সাথে থাকার জন্য জেলা প্রশাসক জাহিদুল ইসলামকে ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক জাহিদুল ইসলামকে নিজেদের পরিবাবেরই একজন সন্তান উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলার প্রথম শহীদ আদিলের পিতা আবুল কালাম আজাদ আরো বলেন, আমরা জেলা প্রশাসকের কাছে শহীদদের স্মরণে নামফলকসহ স্মৃতিস্তম্ভ নির্মাণ, মামলা পরিচালনায় সহযোগিতা এবং শহীদদের কবর স্থায়ীভাবে চিহ্নিত করার অনুরোধ জানাচ্ছি। আশাকরি তিনি আমাদের এই আবদারগুলো অপুর্ণ রাখবেন না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) ড. মো. মনিরুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) ইব্রাহীম, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন।

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন