রূপগঞ্জের আলোচিত ‘ডন হীরা’ গ্রেপ্তার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ পিএম
অবশেষে গ্রেপ্তার হয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলে এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মর্তুজা পাপ্পার একান্ত সহকারী (পিএস) কামরুজ্জামান হীরা (৪৬)।
বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম।
স্থানীয়দের ভাষ্যমতে, রূপগঞ্জে কামরুজ্জামান হীরা দীর্ঘদিন ধরে ছিল আতঙ্কের নাম। গোলাম মর্তুজা পাপ্পার ছায়ায় থেকে সে চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র বিতরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এলাকার মানুষ তাকে ‘কাচঁকাটা হীরা’ ও ‘ডন হীরা’ নামেও চিনত।
তার বিরুদ্ধে একাধিক আলোচিত ঘটনা রয়েছে। ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকার পল্টনে সাবেক মন্ত্রীর কার্যালয়ে গুলি করে আহত করে যুবলীগ নেতা মোশারফ হোসেনকে। ওই ঘটনায় হীরাসহ চারজন গ্রেফতার হয়। এরপর ২০২০ সালের ৫ জানুয়ারি ভুলতার ডায়মন্ড ব্রিকস টাইলস কারখানায় চাঁদাবাজির সময় হীরাসহ পাঁচজনকে পুলিশ আটক করে। যদিও তখন মন্ত্রী দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে হীরার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হয়।
তবে জামিনে মুক্তি পেয়ে হীরা পুনরায় অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, সে রূপগঞ্জে বিভিন্ন আবাসন প্রকল্পে জোরপূর্বক বালু ভরাট, টেন্ডারবাজি, পরিবহন খাত থেকে চাঁদাবাজি এবং সাধারণ মানুষের জমি দখলে সক্রিয় ভূমিকা রাখতো।
জেলা ’গ’ সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, গত ৫ আগস্টের পর থেকে হীরা পলাতক ছিল। পুতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলো।



