Logo
Logo
×

সারাদেশ

কোটাবিরোধী আন্দোলন

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজট চরমে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৩:৪১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজট চরমে

ছবি : সংগৃহীত

কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯ টার দিকে সদর উপজেলার বারঘরিয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করেন তারা। অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা সবাই চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

জানা গেছে, শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে বের হয়ে ক্যাপ্টেন মহিউদ্দীন সেতুর এক মাথায় অবস্থান নেয়। এতে ঘণ্টা ধরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পলিটেকনিকের অধ্যক্ষের সহযোগিতায় শিক্ষার্থীরা সরে গেলেও আবারও অবস্থান নেয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের পুলিশ বোঝাতে সক্ষম হলে তারা সড়ক অবরোধ থেকে ক্লাসে ফেরেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা কলেজ ড্রেস পরে আইডি কার্ড সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর সড়ক অবরোধ করেন তারা। এতে সেতুর দুইপাশে শত শত গাড়ি আটকে যায়। যানজটে ভোগান্তিতে পড়েন পথচারীরা। তবে জরুরি গাড়িগুলো শিক্ষার্থীদের পারাপার করে দিতে দেখা যায়। 

পলিটেকনিকের ছাত্ররা জানান, কোটাবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ জানিয়ে তারা সড়ক অবরোধ করেছেন। হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। আন্দোলনে শুরুর দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেওয়ারও অভিযোগ তুলেন শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে ছাত্রলীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সড়কে যানজট সৃষ্টির বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. হামিদুল ইসলাম বলেন, ‘বারঘরিয়ায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যানজট সৃষ্টি হয়। তবে কিছুক্ষণ পরে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘ছাত্ররা সড়ক অবরোধ করলে সমন্বয়ের মাধ্যমে তাদের শান্ত করেছি। জনগণের ভোগান্তির দিকেও খেয়াল রেখেছে পুলিশ।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন