Logo
Logo
×

সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে চিঠি : ‘ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই’

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০২:০৯ পিএম

পাগলা মসজিদের দানবাক্সে চিঠি : ‘ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই’

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে শুধু টাকা নয়, পাওয়া গেছে মানুষের হৃদয়ের গভীর বাসনা—মনোবাসনার নানা চিঠি ও চিরকুট। এদের মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। চিরকুটটিতে লেখা ছিল, ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই—সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।

শনিবার (১২ এপ্রিল) সকালে মসজিদের ১১টি দানবাক্স খোলার সময় চিরকুটটি পাওয়া যায়। সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে দানবাক্স খোলার কাজ শুরু হয়। এ সময় মসজিদ চত্বরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়, উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্যরা।

দানবাক্সগুলো খুলে এবার মোট ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। গণনার কাজে অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৪০০ জনের একটি দল।

উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এবং রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসী।

জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, চার মাস ১২ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে এবং এরপর দোতলায় এনে শুরু হয় টাকা গণনার কাজ।

পাগলা মসজিদের দান এখন শুধু আর্থিক দান নয়, হয়ে উঠেছে জনমানসের অনুভূতির এক শক্তিশালী প্রতিচ্ছবি—যেখানে মানুষ আশাবাদ, প্রার্থনা আর ভালোবাসা মিশিয়ে তুলে রাখছে নিজেদের স্বপ্ন ও চাওয়া।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন