Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৩:০৬ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় দুই নারী ও এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে স্থানীয়রা একটি পুকুরের পাড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এই চাঞ্চল্যকর ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন