Logo
Logo
×

সারাদেশ

অবশেষে কিশোরগঞ্জে শান্তির বৃষ্টি, জনজীবনে স্বস্তি

Icon

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পিএম

অবশেষে কিশোরগঞ্জে শান্তির বৃষ্টি, জনজীবনে স্বস্তি

কিশোরগঞ্জে বৃষ্টি আসার মুহূর্ত। ছবি : যুগের চিন্তা

গ্রীষ্মকাল শুরুর পর দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হলেও কিশোরগঞ্জ জেলা শহরসহ জেলার অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত না হওয়ার কারণে প্রচণ্ড তাপদাহে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বৃষ্টির দেখা পেল কিশোরগঞ্জবাসী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদিন সূর্যের তেজ থাকলেও বিকেল সাড়ে ৩টার দিকে আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। এরপর শুরু হয় দমকা হাওয়া। পরে আকাশ কালো হয়ে বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি। প্রায় ঘন্টা খানেক মাঝারি বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে যায়। জনজীবনে ফিরে আসে খানিকটা স্বস্তি।

অনেকদিন পর প্রকৃতির শীতল পরশ পেতে ধুলোকে উপেক্ষা করে অনেক বাড়িতে দরজা জানালা খুলে দিয়ে প্রকৃতির শীতলতায় নিজেদের শীতল করতেও দেখা গেছে। এমন বৃষ্টির জন্য দীর্ঘ‌দিন তারা অপেক্ষায় ছি‌লেন। অনেক‌কে বৃ‌ষ্টি‌তে ভিজ‌তে দেখা যায়। 

উল্লেখ, গত বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের চিকনীরচর এলাকার ভুরভুরিয়া বিলের উত্তর পাশে এক বিস্তীর্ণ পতিত জমিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন