Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত একজন

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পিএম

কিশোরগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত একজন

ফাইল ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চন্দ্র বর্মণ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (০৬ এপ্রিল) ভোররাতে উপজেলার বেতাল-মঠখোলা সড়কে এই ঘটনা ঘটছে৷ নিহত পান্ত চন্দ্র বর্মণ নারায়নগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে৷

জানা যায়, কটিয়াদী মঠখোলা সড়কে ভোররাতে কটিয়াদী থেকে একটি পিকআপ মঠখোলা রোডে যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চন্দ্র বর্মণের মৃত্যু হয়৷ পরে খবর পেয়ে নিহতের পারিবারের লোকজন এসে নিহতের লাশ সনাক্ত করে।

নিহতের ফুফু পপি রাণী বর্মন বলেন, প্রতিদিনের মতো রাতে নিহত পান্ত চন্দ্র বর্মণ পিকআপের চালক সানির সাথে কাজে বের হয়ে যায়। সকালে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা এসে দেখি পিকআপ দুমড়ে মুচড়ে গেছে৷ সাথে থাকা চালক সানিকে পাওয়া যায়নি এবং তার মুঠোফোনও বন্ধ৷ স্থানীয়রা জানিয়েছে পিক-আপের সাথে বাসের সংঘর্ষ হয়েছে।

কটিয়াদী মডেল থানার সাব ইন্সপেক্টর মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় নিশ্চিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে৷ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন