
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পিএম
মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা হৃদয়

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পিএম

জুলাইযোদ্ধা মো. আশিকুর রহমান হৃদয়। ছবি: সংগৃহীত
ঢাকার যাত্রাবাড়ীতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত মো. আশিকুর রহমান হৃদয় (১৭) মারা গেছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহত হৃদয় পশ্চিম যৌতা গ্রামের রিকশাচালক আনসার হাওলাদারের ছেলে। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন এবং গত ১৮ জুলাই আন্দোলনে অংশগ্রহণের সময় পুলিশের গুলিতে আহত হন। তার মাথায় তিনটি গুলি লাগে, যার মধ্যে দুটি বের করা সম্ভব হলেও একটি রয়ে যায় ভেতরে। এতে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হৃদয়।
পরিবার জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা করানো হলেও পর্যাপ্ত অর্থ ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা না থাকায় পুরোপুরি সুস্থ হতে পারেননি হৃদয়। তার অবস্থার ক্রমাগত অবনতি হয়।
বড় ভাই সোহাগ ইসলাম আনিস বলেন, একটি গুলি মাথার ভেতরেই রয়ে গিয়েছিল। ওটা থেকেই ব্যথা ও জ্বর হতো। কেউ উন্নত চিকিৎসার জন্য পাশে দাঁড়ায়নি। চিকিৎসার অভাবেই ভাই মারা গেছে।
হৃদয়ের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, রিকশা আর গরু বিক্রি করে যতটুকু পেরেছি করেছি। যদি ছেলেকে বিদেশে চিকিৎসা করাতে পারতাম, হয়তো বেঁচে যেত।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আ. রউফ জানান, হৃদয়কে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়। বরিশালে পাঠানোর পরামর্শ দেওয়া হলেও সময়মতো নিয়ে যেতে পারেনি পরিবার। বিকেল ৩টার দিকে হৃদয়ের মৃত্যু হয়।
পারিবারিক গোরস্থানে আজ তাকে দাফন করা হবে।