
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম
ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৫:৪০ পিএম

ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে দুজন প্রাণ হারিয়েছেন। আজ বুধবার (২ এপ্রিল) ঈদের তৃতীয় দিনে, গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার কাইয়ুম (২৩) ও কসবা উপজেলার তারেক। জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে কয়েকজন টিকটক ভিডিও বানানোর সময়, ট্রেনটি রেলব্রিজ এলাকায় পৌঁছালে ডিসের তারের সঙ্গে জড়িয়ে চারজন নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই কাইয়ুম নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কসবা ও ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারেকের মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।