
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পিএম
কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০২:১৪ এএম
-67eaf7af8bde8.jpg)
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন আল আমিন (২৭), যিনি লক্ষ্মীপুরের কাছারীপাড়া গ্রামের কৃষক তারা মিয়ার ছেলে, এবং অপরজন শামীম মিয়া (২৫), যিনি গোবরিয়া নামাকান্দা গ্রামের কৃষক নোহাজ উদ্দিনের ছেলে। তারা দুজনই কাঠমিস্ত্রী ছিলেন।
স্থানীয় সাক্ষীদের বরাতে জানা গেছে, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আল আমিনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেলে নিয়ে যাওয়া হলে তিনি সেখানে মারা যান। অপর মোটরসাইকেলের যাত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লক্ষ্মীপুর থেকে দুই আরোহী নরসিংদীর ফোরাদিয়া যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলে মারা যান, এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় আনা হয়েছে এবং লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।