
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ এএম
শোলাকিয়ায় ১৯৮তম ঐতিহাসিক ঈদ জামাত, লাখো মুসল্লির অংশগ্রহণ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৩:৩২ পিএম

শোলাকিয়ায় ঈদ জামাত। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় এ জামাতের ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
জামাত শুরুর এক ঘণ্টা আগেই ঈদগাহ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আশপাশের সড়ক ও অলিগলি জনসমুদ্রে পরিণত হয়। পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর তথ্যানুসারে, এবার প্রায় ৬ লাখ মুসল্লি জামাতে অংশ নেন।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং ফিলিস্তিনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
২০১৬ সালের হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার চার স্তরের নিরাপত্তার অংশ হিসেবে ৬৪টি সিসি ক্যামেরা, ৬টি ওয়াচ টাওয়ার, ১১শ পুলিশ সদস্য, ৫ প্লাটুন বিজিবি, র্যাব, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়। বোম ডিসপোজাল ইউনিট, ফায়ার সার্ভিস ও মেডিক্যাল টিমও প্রস্তুত ছিল।
দূর-দূরান্তের মুসল্লিদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ 'শোলাকিয়া স্পেশাল' নামে দুটি বিশেষ ট্রেন পরিচালনা করে।
ঐতিহ্য অনুসারে জামাত শুরুর ১৫, ১০ ও ৫ মিনিট আগে পুলিশ সুপার শটগানের গুলি ছুড়ে জামাত শুরুর সময় সংকেত দেন।