Logo
Logo
×

সারাদেশ

চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে : আসিফ মাহমুদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১২:০২ এএম

চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে : আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, "জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজও চাঁদাবাজি ও সন্ত্রাসের ছায়ায় আচ্ছন্ন। অনেকেই মনে করেন, চাঁদা দেওয়া তাদের দায়িত্ব, আর যারা চাঁদা নেয়, তারা ধরে নেয় এটি তাদের অধিকার। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা এই অন্যায় প্রথাকে আর বরদাস্ত করা হবে না।"

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের পর দেশকে নতুনভাবে গড়ে তোলার যে স্বপ্ন, তা বাস্তবায়নে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সমাজবিধ্বংসী কর্মকাণ্ডকে শক্ত হাতে দমন করা হবে। যারা এখনো চাঁদাবাজির মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও বলেন, "মুরাদনগরের সচেতন জনগণ ইতোমধ্যেই চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। আঘাতপ্রাপ্ত হয়েও যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের আমরা অভিনন্দন জানাই। তরুণ সমাজকে আহ্বান জানাই—যেখানে চাঁদাবাজি দেখবেন, সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন।"

অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহম্মেদ, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অ্যাডভোকেট ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন। পরে আসিফ মাহমুদ প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনের হাতে পুরস্কার তুলে দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন