Logo
Logo
×

সারাদেশ

মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধ, ঈদযাত্রায় শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা: জিএমপি কমিশনার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:৩৮ পিএম

মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধ, ঈদযাত্রায় শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা: জিএমপি কমিশনার

ছবি : সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানিয়েছেন, কোনো অবস্থাতেই মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না। অটোরিকশাগুলো শুধুমাত্র ফিডার রোডে চলাচল করতে পারবে এবং মহাসড়ক থেকে কমপক্ষে ১০০ মিটার দূরে যাত্রী ওঠানামা করতে হবে। তিনি চালক ও যাত্রীদের এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে চান্দনা চৌরাস্তায় এক প্রেস ব্রিফিংয়ে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তিনি এসব কথা বলেন।

কমিশনার জানান, অটোরিকশা মহাসড়কে চলাচল করলে তা ডাম্পিংসহ আইনগত ব্যবস্থার আওতায় আনা হবে। এছাড়া, ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নগরীর যানজট ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইতোমধ্যে মহাসড়ক থেকে হকার উচ্ছেদ এবং অবৈধ পার্কিং সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচলে শৃঙ্খলা আনতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক কাজ করছেন। মহাসড়কে কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন ছাড়া অন্যান্য ট্রাক ও ভারী যানবাহন চলাচল ঈদের সময় নিয়ন্ত্রিত থাকবে। এছাড়া, সড়কের খানাখন্দ মেরামত করা হয়েছে বলে জানান তিনি।

নগরীতে ছিনতাই প্রতিরোধে জিএমপি কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে কমিশনার বলেন, আগের তুলনায় ছিনতাই কমে এসেছে এবং ছিনতাইকারীদের ধরতে বিশেষ অভিযান চলছে। এক অভিযানে পুলিশের এক সদস্য গুরুতর আহত হলেও অভিযুক্ত ছিনতাইকারীকে ছাড়া হয়নি।

তিনি আরও জানান, অনেকেই চাকরি হারিয়ে ছিনতাইয়ের মতো অপরাধে জড়াচ্ছেন এবং যারা এসব অপরাধীদের পেছনে মদদ দিচ্ছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন