
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২১ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:১১ এএম

ছবি : সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে, যা নারায়ণগঞ্জের মদনপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
বুধবার (২৬ মার্চ) রাত ৯টা থেকে যানজট শুরু হয় বলে জানিয়েছেন যাত্রীরা। রাত ১১টা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি প্রায় ১৩ কিলোমিটার ছাড়িয়ে গেছে, ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ট্রাক প্রবেশ নিষিদ্ধ করায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রাবাড়ী থেকে মদনপুর পর্যন্ত পুরো মহাসড়কে স্থবিরতা নেমে এসেছে।
কয়েকজন ট্রাক চালক জানান, ঢাকায় প্রবেশে বাধা দেওয়ায় তারা মহাসড়কের ঢাকামুখী লেনে আটকে পড়েছেন, যার ফলে যানজট ক্রমশ বেড়ে যাচ্ছে।
এ বিষয়ে সিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক জানান, “ডিএমপির নির্দেশনা অনুযায়ী ট্রাক ঢাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি, যার ফলে যানজট হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ট্রাক ছেড়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের টিম যানজট নিরসনে কাজ করছে।”
সরেজমিনে দেখা গেছে, ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি, গাড়িগুলো ধীরগতিতে এগোচ্ছে। ঈদের আগে এমন পরিস্থিতি যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে।