
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৫:৩১ এএম
সাহায্য বঞ্চিত জুলাই বীর শাহাজাহানের পাশে মানবিক ডিসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০৫ এএম

ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও কর্মহীন হয়ে পড়া মো. শাহাজাহান কবিরকে আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
সাবেক এনজিও কর্মী শাহাজাহান কবির ৫ আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। চাকরি হারানোর পর পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছিলেন তিনি। দুই ছেলে ও এক মেয়ের পড়াশোনার খরচ চালাতে না পেরে অসহায় হয়ে পড়েন।
জুলাই বীর শাহাজাহান বলেন, বিদেশি উন্নয়ন সংস্থা কেয়ারের নারায়ণগঞ্জ জেলার কোঅর্ডিনেটর হিসেবে খুবই ভালো চাকরি করতাম। এখন আমি বেকার। পরিবেশ পরিস্থিতির কারনে রাস্তায় নেমে ভিক্ষাও করতে পারছি না। কিন্তু আমার অবস্থা এখন ভিক্ষুকের মতোই। আমি জেলা প্রশাসকের সঙ্গে আজই প্রথম দেখা করে আমার দুর্দশার কথা জানালে তিনি আমাকে সহায়তার হাত বাড়িয়ে দেন।
শাহাজাহানের দুঃখ-দুর্দশার কথা শোনার পর জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে তাকে ২০ হাজার টাকা অনুদান দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। চেক হস্তান্তরকালে ডিসি বলেন, জুলাই বীরদের ত্যাগের কারণেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সরকার তাদের পাশে থাকবে।