
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ১২:৪৫ এএম
অসহায় অভিনয় শিল্পী শাহানার পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৭:২৩ পিএম

নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার মাদানী নগর এলাকায় বসবাসরত অসহায় অভিনয় শিল্পী শাহানার পাশে দাঁড়িয়েছেন মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
অর্থনৈতিক সংকটে পড়ে শাহানা জেলা প্রশাসকের কাছে সহায়তা চেয়ে আবেদন করেন। তার আবেদন দ্রুততম সময়ে নিষ্পত্তি করে, জেলা প্রশাসক তাকে কার্যালয়ে আমন্ত্রণ জানান, আপ্যায়ন করেন এবং তার দুঃখ-দুর্দশার কথা ধৈর্যসহকারে শোনেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও তাকে সহায়তার আশ্বাস দেন।
আর্থিক সহায়তার চেক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিল্পী শাহানা বলেন, আমার স্বামী এক যুগেরও বেশি আগে মারা গেছেন। একমাত্র মেয়েকে নিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছিলাম। কিন্তু অসুস্থতার কারণে অভিনয় করতে পারছি না, তাছাড়া চলচ্চিত্রেও আগের মতো কাজ নেই। বাধ্য হয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলাম। অনেকের কাছে শুনেছিলাম উনি অনেক ভালো মানুষ, আজকে নিজের চোখে দেখলাম তার অমায়িক ব্যবহার। একজন শিল্পী হিসেবে আমাকে সম্মান দিয়েছেন এবং সহমর্মিতা প্রকাশ করেছেন।
শাহানা আরও জানান, বাসা ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা তালা মেরে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ডিসি স্যারের দেওয়া সহায়তার টাকা দিয়ে সবার আগে বকেয়া বাসা ভাড়া পরিশোধ করবেন। অর্থের অভাবে প্রায়শই না খেয়ে রাত কাটাতে হয় বলে জানান তিনি। সপ্তম শ্রেণিতে পড়ুয়া তার একমাত্র মেয়ের মৌলিক চাহিদা পূরণ করাও তার পক্ষে সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, মা হিসেবে অনেক কষ্ট নিয়ে বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। ডিসি স্যারই প্রথম এগিয়ে এলেন।