Logo
Logo
×

সারাদেশ

সুন্দরবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০১:৪৪ পিএম

সুন্দরবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

ছবি : সংগৃহীত

সুন্দরবনের তেইশের ছিলার শাপলার বিল এলাকায় ছড়িয়ে পড়া আগুন অন্তত আধা কিলোমিটারজুড়ে বিস্তৃত হয়েছে, যা নিয়ন্ত্রণে আনতে ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিয়ার রহমান জানান, কলমতেজী এলাকার আগুনের তুলনায় শাপলার বিলের আগুন আরও তীব্র এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, কলমতেজী টহল ফাঁড়ির আগুন নিয়ন্ত্রণের সময় শাপলার বিল এলাকায় নতুন করে আগুনের সূত্রপাত হয়।

ড্রোন ও জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ফায়ার সার্ভিস কর্মীরা রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আগুনের উৎস শনাক্ত করেন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

বন কর্মকর্তার মতে, কিছু এলাকায় আগুনের তীব্রতা বেশি, আবার কিছু জায়গা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। বনের ভেতরে হালকা বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয় গ্রামবাসী ও বন কর্মকর্তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং পাইপের মাধ্যমে পানি দেওয়া শুরু হয়েছে।

তবে, কত একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শাপলার বিল এলাকার পাশেও কলমতেজীর মতো পানির উৎস তিন কিলোমিটার দূরে।

এর আগে, শনিবার চাঁদপাই রেঞ্জের কলমতেজী টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগে, যা ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে সতর্কতার জন্য ওই এলাকাটি নজরদারিতে রাখা হয়েছে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাসের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বন কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হলো এবং কতটুকু ক্ষতি হয়েছে, তা তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন