
প্রিন্ট: ২৭ মার্চ ২০২৫, ০৫:০৭ এএম
বিপদে বিএনপি-জামায়াতকে আমরা আশ্রয় দিয়েছি : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:৫৪ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, তাকে হয়রানিমূলক মামলায় জড়ানো হচ্ছে। তিনি বলেন, রংপুরের মানুষ শান্তিপ্রিয়, এখানে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা লুটপাট হয় না। রংপুরের মানুষ শান্তিতে আছে, কারণ জাতীয় পার্টি সব দলের লোককে আশ্রয় দিয়েছে—বিএনপি বিপদে পড়লে আশ্রয় পেয়েছে, জামায়াতও পেয়েছে।
রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় রংপুরের মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক বিরোধীদলীয় নেতা জি এম কাদের বলেন, জাতীয় পার্টি শান্তির রাজনীতি করে, আমরা মানুষের সেবা করি, সহযোগিতা ও বন্ধুত্বের রাজনীতি করি। হিংসা, বিদ্বেষ ও ঘৃণার রাজনীতি আমাদের নীতি নয়।
পার্টির নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের দমিয়ে রাখা হবে, সেটি কি আপনারা মেনে নেবেন? সেভাবেই প্রস্তুত হোন। সারাদেশের মানুষ যেন বুঝতে পারে জাতীয় পার্টি আছে এবং থাকবে। জাতীয় পার্টিকে দেশের মানুষ থেকে মুছে ফেলা সম্ভব নয়। সেজন্য কর্মসূচি নিতে হবে, মাঠে থাকতে হবে এবং যেকোনো বাধাকে প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ নবী মুন্না। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাসুদার রহমান মিলন। এছাড়া বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা রুহুল আমিন লিটন, মিঠাপুকুর উপজেলা আহ্বায়ক আনিছুর রহমান আনিস ও স্বেচ্ছাসেবক পার্টির মহানগর আহ্বায়ক ফারুক হোসেন মণ্ডলসহ অনেকে।