
প্রিন্ট: ২৭ মার্চ ২০২৫, ০২:২১ এএম
বিশিষ্টজনদের নিয়ে নারায়ণগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৯:২৬ পিএম

ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে শহরের বাঙলা ভবন কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন— নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, গণ অধিকার পরিষদের মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, খেলাফত মজলিস মহানগর সেক্রেটারি ইলিয়াস আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম মহানগর সেক্রেটারি মাওলানা ফেরদাউস উর রহমান, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবির মহানগর সেক্রেটারি অমিত হাসান ও ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূঁইয়া প্রমুখ।
বক্তারা জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামপন্থী সংগঠনের ওপর অতীতের নিপীড়ন ও অন্যায় দমন-পীড়নের নিন্দা জানান। তারা বলেন, ফ্যাসিবাদী শাসনের অত্যাচারের হাত থেকে কেউ রেহাই পায়নি, তবে জামায়াত ছিল সবচেয়ে বেশি নিগৃহীত। এখনো ষড়যন্ত্র চলছে, তবে সবাই ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত প্রতিহত করবে বলে অঙ্গীকার করেন।
বক্তারা আরও বলেন, জুলাই বিপ্লবের আদর্শ ও স্পৃহাকে কেউ নস্যাৎ করতে পারবে না এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের ন্যায়সঙ্গত অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। ইফতার মাহফিল শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়, যেখানে ধর্মীয় ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়।