
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৮:৪২ এএম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৬:৪৩ পিএম

ছবি : সংগৃহীত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা জনগরের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রূপগঞ্জে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার তারাবো পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রুপসি নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।
এতে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ইমন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক বায়োজিত প্রধান, তারাবো পৌর বিএনপির সাবেক সদস্য সচিব রিপন আহমেদ, যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ডাক্তার শাহিন, সদস্য সচিব আলম হোসেন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হালিম, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আজাদ, তারাবো পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাফেজ আহমেদ, বিএনপি নেতা আব্দুল মতিন, রুপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান রনিসহ আরো অনেকে।
এ সময় কাজী মনিরুজ্জামান মনির বলেন, তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য গ্রামেগঞ্জে মাঠে ময়দানের সব জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। নানা ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা বাংলাদেশকে তার পৈত্রিক সম্পত্তি মনে করেছে। স্বৈরাচার আওয়ামীলীগ সরকার আমলে মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল না। সুন্দর জীবন গড়ারঅধিকার ছিল না । শেখ হাসিনা নির্লজ্জের মত পালিয়ে গেছে। আমাদের চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। স্বৈরাচারদের মত মানুষকে ভয় ও অস্ত্র দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে মন জয় করতে হবে।