Logo
Logo
×

সারাদেশ

র‌্যাব-১১ এর অভিযানে ১০ আরাকান রোহীঙ্গা স্যালভেশন আর্মি সদস্য গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৫:৩৭ পিএম

র‌্যাব-১১ এর অভিযানে ১০ আরাকান রোহীঙ্গা স্যালভেশন আর্মি সদস্য গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে পৃথক দুটি অভিযানে নাশকতার পরিকল্পনার সময় নারীসহ ১০ জন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে বিচারক তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ও ১৭ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লি ও ময়মনসিংহ সদর থানার নতুন বাজার গার্ডেন সিটিতে পৃথক দুটি অভিযান চালিয়ে তিন নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

আতাউল্লাহ আবু আম্মার জুনুনী (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), মনিরুজ্জামান (২৪), সলিমুল্লাহ (২৭), মোসাঃ আসমাউল হোসনা (২৩), মোঃ হাসান (১৫), মোঃ আসমত উল্লাহ (২৪), মোঃ হাসান (৪৩), মোসাঃ শাহিনা (২২) ও মোসাঃ সেনোয়ারা (১৭)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি চাকু, একটি ধারালো স্টিলের চেইন ও চারটি হাতঘড়ি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর খোরশেদ মোল্লা জানান, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ থেকেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তকারী কর্মকর্তারা আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুদ্দিন কাদিরের আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল কিনা, কারা এর পেছনে রয়েছে এবং তাদের অর্থায়নের উৎস কী—সেসব বিষয় তদন্ত করে দেখা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন