
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ পিএম
গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, এক ঘণ্টা মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা ও হোতাপাড়া এলাকায় ছুটি বৃদ্ধি ও বেতনের দাবিতে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
হোতাপাড়ায় ফু-ওয়াং ফুড লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
অন্যদিকে, বানিয়ারচালায় জায়ান্ট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করেন। তারা মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুকের পদত্যাগ ও ঈদের ছুটি ১১ দিন করার দাবি জানান।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল।