উদ্বোধন হলো দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর, দ্রুতগতির ট্রেন চলাচলের নতুন দিগন্ত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
দেশের দীর্ঘতম নবনির্মিত যমুনা রেল সেতু উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর সোয়া ১২টায় প্রথম ট্রেন সেতুর ওপর উঠে এবং মাত্র সাড়ে তিন মিনিটে সিরাজগঞ্জ অংশে পৌঁছায়।
সেতুর পূর্ব পাশে ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় ফলক উন্মোচন, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম সেতুটির উদ্বোধন করেন। এতে উত্তর-দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সহজ হলো, যা দেশের অর্থনীতি ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
যদিও সেতুটি ডাবল লেনের, তবে আপাতত সিঙ্গেল লেন চালু থাকায় পুরো সুফল এখনো মিলছে না। ৫০টি পিলার ও ৪৯টি স্প্যানের ওপর নির্মিত ৪.৮ কিলোমিটার দীর্ঘ এই রেল সেতুর মাধ্যমে দিনে ৮৮টি ট্রেন দ্রুতগতিতে চলাচল করতে পারবে।
সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৬,৭৮০.৯৬ কোটি টাকা, যার ৭২.৪ শতাংশ অর্থায়ন করেছে জাপানি সংস্থা জাইকা। ২০২০ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২০২১ সালের মার্চে পাইলিং কাজ শুরু হয়। নতুন রেল সেতুটি যমুনা বহুমুখী সেতুর ৩০০ মিটার উজানে অবস্থিত।
এই সেতুর উদ্বোধনের মাধ্যমে দেশের রেল যোগাযোগের এক নতুন যুগের সূচনা হলো।



