
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০১:১৭ পিএম
চট্টগ্রামের টেরিবাজারে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
চট্টগ্রামের টেরিবাজারে খাজা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেড় ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাজা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, ৭টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন যাতে পাশের মার্কেটগুলোতে ছড়িয়ে না পড়ে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।