
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০১:১৭ পিএম
নরসিংদীতে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৪৩ পিএম

ছবি : সংগৃহীত
নরসিংদীর বেলাবতে এক গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন রাজু (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) দুপুরে তাকে আটক করে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন রাজু বেলাব উপজেলার মাটিয়ালপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাবো এলাকায় স্বামী পরিত্যক্তা এক নারী তার সন্তানদের নিয়ে নরসিংদীর বড়ইতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে একটি গার্মেন্টসে চাকরি করতেন ওই নারী।
কাজের সূত্রে তার পরিচয় হয় বেলাব উপজেলার দক্ষিণ বটেশ্বর এলাকার শহিদ উল্লাহর ছেলে শাহজাহানের (৩৫) সঙ্গে।
গত শুক্রবার সন্ধ্যায় শাহজাহান ওই নারীকে বারৈচা বাসস্ট্যান্ডে ডেকে আনেন। পরে সেখানে একটি এনজিও অফিসে নিয়ে গিয়ে শাহজাহান ও এনজিও কর্মচারী দেলোয়ার হোসেন রাজু মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
ভুক্তভোগী নারী ঘটনার এক দিন পর, রোববার (১৬ মার্চ), বেলাব থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযুক্ত দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করে।
বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, "ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর অভিযুক্ত শাহজাহানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।"