
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০২:১৯ এএম
চরফ্যাশনের মসজিদে শিশু বলাৎকার, অজ্ঞাত যুবকের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:২৬ পিএম

ছবি : সংগৃহীত
ভোলার চরফ্যাশনে খাসমহল জামে মসজিদের তৃতীয় তলায় ১০ বছরের এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক অজ্ঞাত যুবকের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত শুক্রবার (১৪ মার্চ) রাতে তারাবির নামাজ চলাকালীন। নির্যাতনের শিকার শিশুটির বাড়ি চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে, এবং সে চরফ্যাশন পৌর এলাকার একটি মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, রাত ৯টার দিকে মসজিদের তৃতীয় তলায় সিঁড়ির পাশে শিশুটিকে অচেতন, নগ্ন ও আহত অবস্থায় পাওয়া যায়। এক প্রতিবেশী বিষয়টি লক্ষ্য করে তার পরিবারের সদস্যদের খবর দিলে, তারা দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়।
শিশুটির মা জানান, “আমার ছেলে প্রতিদিনের মতো মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়েছিল। কিন্তু রাত ৯টার দিকে খবর পাই, তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে। পরে সে জ্ঞান ফিরলে জানায়, এক ব্যক্তি মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে তাকে মসজিদের তৃতীয় তলায় নিয়ে যায় এবং সেখানে হাত-মুখ বেঁধে তার ওপর নির্যাতন চালায়।"
শিশুটির বাবা বলেন, “আমার ছেলের শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট। সিসিটিভি ফুটেজের মাধ্যমে অপরাধীর পরিচয় জানার চেষ্টা চলছে। আমি প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক বিচার চাই, যেন আর কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।”
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, “আমরা ঘটনার বিষয়ে অবগত হয়েছি এবং তদন্ত করছি। তবে এখনও পর্যন্ত ভুক্তভোগীর পরিবার কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”