
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০২:১৯ এএম
আটক ২৬ বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়েছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:৩৬ পিএম

ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৬ বাংলাদেশি জেলে অবশেষে দেশে ফিরেছেন। টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে শনিবার (১৫ মার্চ) বিকেলে তারা ফেরত আসেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আরাকান আর্মির টানা যোগাযোগ ও মধ্যস্থতার পর তাদের মুক্তি নিশ্চিত করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বিভিন্ন সময়ে টেকনাফের কে কে খাল ও শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে মাছ ধরতে বঙ্গোপসাগরে যান এসব জেলে। কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরার একপর্যায়ে ভুলবশত তারা বাংলাদেশ-মিয়ানমার জলসীমার সীমান্তরেখা অতিক্রম করেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে নিয়ে যায়।
আটক জেলেদের পরিবার বিষয়টি বিজিবিকে জানালে, সংস্থাটি দ্রুত পদক্ষেপ নেয় এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করে। দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর বিজিবি তাদের দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়। শুধু তাই নয়, জেলেদের সঙ্গে তাদের একটি বাজেয়াপ্ত মাছ ধরার নৌকাও ফেরত পাওয়া গেছে।