
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৭:৪৯ এএম
গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে ১০টি কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০১:২৮ পিএম

ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গী ও মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিভিন্ন দাবিতে আন্দোলন করেন শ্রমিকরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ কাজে যোগ দিতে চাওয়া শ্রমিকদের মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি বিবেচনায় আপাতত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে।