
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ১২:৪১ পিএম
কয়রায় সাইক্লোন সেল্টারের সংকট, নেই নারী-শিশুর পৃথক ব্যবস্থা

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০১:০৪ পিএম

কয়রায় সাইক্লোন সেল্টারের সংকট, নেই নারী-শিশুর পৃথক ব্যবস্থা
প্রাকৃতিক দুর্যোগপ্রবণ খুলনার কয়রা উপজেলায় প্রয়োজনের তুলনায় সাইক্লোন সেল্টার অপ্রতুল। বর্তমানে ১১৭টি সেল্টার থাকলেও ৩ লক্ষাধিক মানুষের জন্য তা পর্যাপ্ত নয়। বিশেষ করে নারী ও শিশুরা দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন, কারণ সেখানে নেই আলাদা টয়লেট ও অন্যান্য মৌলিক সুবিধা।
স্থানীয়রা জানান, কয়রার মানুষ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আতঙ্কে বসবাস করেন। সংকট আরও তীব্র হয় যখন দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্রগুলোতে গাদাগাদি করে থাকতে হয়। নারী নেত্রী মুর্শিদা আক্তার বলেন, সাইক্লোন সেল্টারগুলো নারী ও শিশু-বান্ধব নয়, যা গর্ভবতী ও কিশোরীদের জন্য বিশেষ চ্যালেঞ্জ তৈরি করে।
কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ৩ লক্ষাধিক মানুষের জন্য বিদ্যমান আশ্রয়কেন্দ্রের সংখ্যা অপর্যাপ্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেন, নতুন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয়রা দ্রুত নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি জানিয়েছেন।