Logo
Logo
×

সারাদেশ

মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামি হিটু শেখ ৭ দিনের রিমান্ডে

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১১:৪৮ এএম

মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামি হিটু শেখ ৭ দিনের রিমান্ডে

বিচারের দাবিতে আদালত চত্বরে ভিড় করেন বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামি হিটু শেখের সাত দিন এবং বাকি তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৯ মার্চ) গভীর রাতে শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন। পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত।

আসামিরা হলেন— শিশুটির দুলাভাই সজিব হোসেন (১৮), বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), হিটুর স্ত্রী জাবেদা বেগম (৪০) ও তার ছোট ছেলে রাতুল শেখ (১৭)।

মাগুরা জেলা কারাগারের জেল সুপার মহিউদ্দিন হায়দার বলেন, রোববার দিবাগত গভীর রাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি আদেশ দেওয়া হয়। সেই আদেশের পরিপ্রেক্ষিতে ধর্ষণের ঘটনায় আসামি চারজনকে জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে আদালত চত্বরে নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন বলেন, পুলিশের পক্ষ থেকে আসামিদেরকে সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। তবে, মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন প্রধান আসামি ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে তিনি মামলার অপর তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। রিমান্ড না দেওয়ারও দাবি করেন তারা।

তিনি আরও বলেন, ভুক্তভোগী শিশু অচেতন থাকায় জবানবন্দি নেওয়া যায়নি। ফলে আসামিদের জিজ্ঞাসাবাদ করা জরুরি। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলার মূল অভিযুক্তকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

উল্লেখ্য, গত শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। আসামিরা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

বর্তমান শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন