
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০২:১০ এএম
গাজীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৩:২৪ পিএম

ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে দুটি পৃথক ঘটনায় শিশু নির্যাতনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় বরমী ইউনিয়নের দরগাচালা গ্রামের শালবনে আট বছরের এক শিশুকে ধর্ষণ এবং সেই দৃশ্য মোবাইলে ধারণের অভিযোগে মো. আরমান মিয়া (২৭) নামে এক যুবককে আটক করা হয়। স্থানীয়রা চিৎকার শুনে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান মিয়া ইয়াবা সেবনের পর এ ঘটনা ঘটানোর কথা স্বীকার করেছেন।
অন্যদিকে, একই উপজেলার মাওনা উত্তর পাড়া এলাকায় একটি মাদ্রাসার সাত বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষক আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মালেক দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করতেন। সর্বশেষ এক শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এই দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।