Logo
Logo
×

সারাদেশ

সাবেক সচিব এন এম জিয়াউল আলম গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০১:০৪ পিএম

সাবেক সচিব এন এম জিয়াউল আলম গ্রেফতার

ছবি : সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাতে পাঁচলাইশ থানা পুলিশ তাকে আত্মগোপন অবস্থায় গ্রেফতার করে।

গ্রেফতারের পরপরই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইনভেস্টিগেশন টিম তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য রওনা হয়।

জিয়াউল আলমের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, এগারো কোটিরও বেশি নাগরিকের ৪৬ ধরণের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

এছাড়াও, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে এনআইডির তথ্য ব্যবহার করে ব্যবসার অনুমতি দেয়ার অভিযোগে ঢাকার কাফরুল থানায় মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ডিজিকন প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত না করে এনআইডির তথ্য দেশি-বিদেশি ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে।

এই ঘটনায় তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন