
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৩:৪৮ এএম
‘জ্বিন তাড়ানোর নামে’ নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক, হাঁসুয়া দিয়ে কুপিয়ে কবিরাজকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৪৮ পিএম

ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জ্বিন তাড়ানোর নামে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে এক কবিরাজকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের হরিণগণ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কবিরাজের নাম মো. মতি তেলী (৪০), তিনি সাহেবগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মতি তেল ব্যবসার পাশাপাশি ঝাড়ফুঁকের কাজ করতেন। তার প্রতিবেশী শুকুদ্দিনের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার সখ্যতা গড়ে ওঠে। ঘটনার রাতে মতি শুকুদ্দিনের বাড়িতে যান, দাবি ছিল তার স্ত্রীর ওপর জ্বিনের প্রভাব রয়েছে, সেটি তাড়ানোর জন্যই তিনি সেখানে গেছেন।
তবে ঘটনাক্রমে শুকুদ্দিন ও তার ছেলে ঘরে প্রবেশ করলে তারা মতিকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। ক্ষুব্ধ হয়ে তারা সঙ্গে সঙ্গে হাঁসুয়া দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন এবং দরজা বন্ধ করে পালিয়ে যান।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে শুকুদ্দিন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।