
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৯:২৫ এএম
রংপুরে রেললাইনে পা বিচ্ছিন্ন অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:২৬ পিএম

ছবি : সংগৃহীত
রংপুরের আমতলী এলাকায় রেললাইনের ওপর থেকে আব্দুস ছালাম (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) দুপুরে নগরীর সরকারপাড়া গ্রামের কাছে এই মরদেহ পাওয়া যায়।
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানিয়েছেন, নিহত আব্দুস ছালাম নগরীর উত্তর বাবু খাঁ এলাকার মৃত ইফাজ উদ্দিনের ছেলে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ আরও জানায়, মরদেহের একটি পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। তবে ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।