
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৭:৪৯ এএম
গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ পিএম

রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও রেলপথ অবরোধ করেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক স্টেশন এলাকায় শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন, এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে গেজেট প্রকাশ করা হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না। তারা চান, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখা হোক এবং দ্রুত নতুন গেজেট প্রকাশ করা হোক।
এর আগে, শিক্ষার্থীরা একই দাবিতে একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। গত ১৩ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ঘোষণা আসার পর থেকেই তারা প্রতিবাদ জানিয়ে আসছেন।
১৪ ফেব্রুয়ারি উপাচার্যের সঙ্গে এক বৈঠকে শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত রাখবেন। এরপর থেকে তারা প্রশাসনিক ভবনে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহার শুরু করেন এবং ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি ও খোলা চিঠি পাঠান।
এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় সিরাজগঞ্জ এক্সপ্রেস কিছু সময় আটকে ছিল, তবে পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবুও সাময়িক সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।