Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪১ পিএম

চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে অবস্থিত এবালন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কারখানার চারতলা ভবনের ওপরের তলায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।

কারখানার শ্রমিকদের ভাষ্যমতে, আগুন লাগার সময় দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত শতাধিক শ্রমিক ছিলেন। তবে আগুনের সূত্রপাত হয় চারতলায়, যেখানে মূলত ইবাদতখানা রয়েছে। আসরের নামাজ শেষে কয়েকজন শ্রমিক ধোঁয়া উঠতে দেখে দ্রুত নিচে নেমে খবর দেন। সঙ্গে সঙ্গেই কারখানায় সাইরেন বাজানো হয়, ফলে কর্মীরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানিয়েছেন, আগুন নেভানোর কাজ চলছে এবং দাহ্য উপকরণ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পরই চূড়ান্ত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কারখানার একাংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন