
প্রিন্ট: ২০ মার্চ ২০২৫, ১০:৩৮ এএম
১৯ বাংলাদেশি জেলেকে নাফ নদী থেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম

ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় চারটি নৌকাসহ ১৯ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ ও ঘোলারচর এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃত জেলেরা টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শাহপরীর দ্বীপ মাঝারপাড়া নৌ-ঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর জানান, মাছ ধরতে যাওয়া চারটি নৌকাসহ ১৯ জন জেলেকে তুলে নিয়ে গেছে আরাকান আর্মি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদীতে মাছ ধরার সময় জেলেরা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি ইতোমধ্যে বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) জানানো হয়েছে এবং জেলেদের ফেরত আনার জন্য প্রয়োজনীয় যোগাযোগ করা হচ্ছে।
বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।