
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৩:৫৫ পিএম
পদ্মা সেতুতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়েমুচড়ে ৫ জন আহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৭ পিএম

ছবি : সংগৃহীত
পদ্মা সেতুর ৩০ নম্বর পিলারে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক দুর্ঘটনায় একটি অ্যাম্বুলেন্স দুমড়েমুচড়ে গেছে, এতে ৫ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি অ্যাম্বুলেন্স শিবচরের দিকে যাচ্ছিল এবং পদ্মা সেতু পার করার সময় অতিরিক্ত গতিতে আসা ঢাকা থেকে ছেড়ে আসা ইলিশ পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ৫ জন যাত্রী গুরুতর আহত হন।
তাত্ক্ষণিকভাবে সেতু কর্তৃপক্ষের পেট্রোল টিম আহতদের উদ্ধার করে শিবচরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, "পদ্মা সেতুর ওপর দুর্ঘটনাটি ঘটেছে। হতাহতের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে।"