
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম
কিডনি বিক্রির বিজ্ঞাপন দেয়া ঋণগ্রস্ত দম্পতিকে অটোরিকশা উপহার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম

ছবি : সংগৃহীত
পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের তালমা এলাকার বাসিন্দা নবীউল্লাহ ও তার স্ত্রী জাহানারা চরম আর্থিক সংকটে পড়ে সম্প্রতি কিডনি বিক্রির বিজ্ঞাপন দেন। বিষয়টি জানাজানি হলে তাদের সহায়তায় এগিয়ে আসেন জেলা প্রশাসক সাবেত আলী।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক তার কার্যালয়ের নিচে নবীউল্লাহর হাতে একটি নতুন অটোরিকশার চাবি তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এবং কামাতকাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান উপস্থিত ছিলেন।
নবীউল্লাহ ও জাহানারা দম্পতি দীর্ঘদিন ধরে চরম অর্থকষ্টে ছিলেন। তাদের মেয়ে নিতু থ্যালাসেমিয়ায় ও ছেলে জিহাদ অ্যাজমায় আক্রান্ত। সন্তানদের চিকিৎসার খরচ মেটাতে তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। একপর্যায়ে ঋণের বোঝা এতটাই বেড়ে যায় যে, তারা বাধ্য হয়ে কিডনি বিক্রির বিজ্ঞাপন দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক সাবেত আলী তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
নতুন অটোরিকশা পেয়ে খুশি নবীউল্লাহ বলেন, "এখন অন্তত দুবেলা খাবারের সংস্থান করতে পারব। যারা আমাদের সাহায্য করেছেন, আল্লাহ তাদের মঙ্গল করুন।"
ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল প্রধান জানান, পরিবারটি অত্যন্ত অসহায় অবস্থায় পড়েছিল এবং ঋণের চাপে কিডনি বিক্রি করতে চেয়েছিল। বিষয়টি জানার পর জেলা প্রশাসক তাদের একটি অটোরিকশা উপহার দিয়েছেন, যা তাদের জীবনযাত্রা পরিবর্তনে সহায়তা করবে।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে আমরা এই পরিবারকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। জেলা পরিষদের পক্ষ থেকে নবীউল্লাহকে একটি নতুন অটোরিকশা প্রদান করেছি, যাতে তিনি উপার্জন করতে পারেন এবং ধীরে ধীরে ঋণ পরিশোধ করতে পারেন।"