Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট: ৮২ জন আটক, অভিযান চলমান

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট: ৮২ জন আটক, অভিযান চলমান

ছবি : সংগৃহীত

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় মোট ৮২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জেলার পাঁচ থানায় ৪০ জন ও মহানগরের আট থানায় ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। আটকরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানা গেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করে। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এই তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুর জেলার বিভিন্ন থানায় এখনো অভিযান চলছে। পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযানে অংশ নিচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটকের সংখ্যা:

মেট্রো সদর থানা: ১৬ জন

বাসন থানা: ৭ জন

টঙ্গী পূর্ব থানা: ৭ জন

গাছা থানা: ৫ জন

কোনাবাড়ি থানা: ২ জন

কাশিমপুর থানা: ৩ জন

পূবাইল থানা: ২ জন

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান জানান, দুই দিন ধরে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এটি চলমান থাকবে।

স্থানীয়দের মতে, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এই পরিস্থিতি আরও কতদিন চলবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন