Logo
Logo
×

সারাদেশ

সিংগাইরে কবরস্থান থেকে ৫ লাশের মাথা চুরি, এলাকাজুড়ে আতঙ্ক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০ এএম

সিংগাইরে কবরস্থান থেকে ৫ লাশের মাথা চুরি, এলাকাজুড়ে আতঙ্ক

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হাতনী কবরস্থান থেকে ৫টি লাশের মাথা চুরির ঘটনা ঘটেছে, যা পুরো এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে খবরটি ছড়িয়ে পড়লে মৃতদের স্বজনরা শোকে ভেঙে পড়েন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রণজিৎ সাহা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কবরস্থান থেকে বেশ কয়েকটি কবর খুঁড়ে লাশের মাথা নিয়ে যায়। সকালে কবরস্থানে গিয়ে তারা দেখতে পান, ৫-৬টি কবর খোড়া অবস্থায় রয়েছে, কিছু কবরের ভেতরে কাফনের কাপড় ও হাড়গোড় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে, তবে বেশ কয়েকটি লাশের মাথা উধাও।

হাতনী গ্রামের বাসিন্দা আওলাদ হোসেন জানান, দুই মাস আগে মারা যাওয়া তার মেয়ের কবরও খুঁড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, "ভোরে খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখি, কাফনের কাপড় ও কিছু হাড়গোড় পড়ে আছে, কিন্তু মাথা নেই!"

একই ধরনের ঘটনা ঘটেছে মো. নবিনুর ইসলামের বাবার কবরের ক্ষেত্রেও। তিনি জানান, "আমার বাবা সাত মাস আগে মারা গেছেন। কবরস্থানে গিয়ে দেখি, কবরের বাঁশ ওপরে ফেলে রাখা হয়েছে, উপরে মাটি দেয়া থাকলেও কবরের ভেতর লাশ নেই!"

হাতনী কবরস্থান কমিটির সভাপতি আবু সাঈদ জানান, তিনি প্রতিদিন ফজরের নামাজের পর কবরস্থানে যান। শনিবার ভোরে গিয়ে দেখেন, একাধিক কবরের মাটি এলোমেলো, বাঁশ সরানো এবং কিছু কবরের ভেতর কাফনের কাপড় ও হাড়গোড় পড়ে আছে। এরপর তিনি স্থানীয়দের খবর দিলে ঘটনাটি জানাজানি হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, "লাশ চুরির খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।"

এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়রা কবরগুলো পুনরায় সংস্কার করছেন। তবে এখনো পর্যন্ত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এই চাঞ্চল্যকর ঘটনার পর এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে এবং মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন