
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০৪:৩৬ এএম
একদিনে মোংলা বন্দরে ভিড়েছে ৩ বিদেশি বাণিজ্যিক জাহাজ

মোংলা প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১১:২৯ এএম

সমুদ্রবন্দর মোংলায় জেটিতে ভিড়েছে বিদেশি বাণিজ্যিক জাহাজ। ছবি : সংগৃহীত
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় বন্দর জেটিতে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। সোমবার (২৭ জানুয়ারি) রাত পর্যন্ত বন্দরের বহির্নোঙর ও জেটিতে এই জাহাজগুলো অবস্থান নেয়।
এ ছাড়া বন্দরের চ্যানেলের বিভিন্ন পয়েন্টে আরও ১৭টি বিদেশি জাহাজ পণ্য খালাস ও বোঝাই করার জন্য অবস্থান করছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বছরের প্রথম ২৭ দিনে মোংলা বন্দরে মোট ৭৪টি বাণিজ্যিক জাহাজ এসেছে। এসব জাহাজে এলপিজি, কয়লা, বিভিন্ন ধরনের সার, মেশিনারিজ, কন্টেইনারজাত মালামাল, খাদ্যসামগ্রী এবং রিকন্ডিশন গাড়ি খালাস ও বোঝাই হয়েছে।
সোমবার জেটিতে ভিড়েছে যে জাহাজগুলো:
পানামার পতাকাবাহী ‘এমভি কেএসথ’: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করেছে।
মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি মারসকথ’: এই জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে।
ভারতের পতাকাবাহী ‘এমভি জাইরাথ’: এটি বন্দরের ৬ নম্বর জেটিতে অবস্থান করছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, নতুন বছরের শুরু থেকেই বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বাড়ছে। তিনি আশা প্রকাশ করেন, গত বছরের তুলনায় এবার আরও বেশি জাহাজ বন্দরে আগমন করবে।
মোংলা বন্দরের এই সাফল্য দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।